শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

‘শত শহীদের রক্তে রাঙা হেফাজত আবারও স্বমহিমায় ফিরবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা এহসানুল হক ||

দীর্ঘদিন পর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হলো। সারাদেশ থেকে আগত সদস্যদের প্রাণবন্ত উপস্থিতে সুন্দর আলোচনা হয়েছে। বৈঠকে এজেন্ডাভিত্তিক আলোচনায় প্রায় সকলেই অংশগ্রহণ করেন।

আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির আল্লামা খলিল আহমদ কাসেমী, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুর, মাওলানা জসিমউদদীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আরশাদ রাহমানী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীসহ সিনিয়র নেতৃবৃন্দ প্রায় সকলেই ছিলেন।

বৈঠকে উন্মুক্ত প্রশ্নের সুযোগ ছিল। মাঠ পর্যায়ে হেফাজতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যত ধরনের প্রশ্ন আপত্তি রয়েছে সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। নেতৃবৃন্দ প্রশ্নের উত্তর দিয়েছেন। সামনের দিনগুলোতে আরও বেশি জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে সকলে একদম হয়েছেন।

মহাসমাবেশ নিয়ে বিস্তর আলোচনার পর সকলের সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ মে শনিবার ৫ দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। 

দাবিগুলো হচ্ছে, এক. নারী কমিশনের প্রস্তাব  বাতিল। দুই.মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার। তিন. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। চার. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল। পাঁচ . ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।

আজকের এই বৈঠকের কনিষ্ঠ সদস্য হিসেবে উপস্থিত থেকে মনে হয়েছে এ ধরনের প্রোগ্রাম বারবার হওয়া উচিত। তাহলেই জবাবদিহিতা নিশ্চিত হবে। সংশয় সন্দেহ দূর হবে। ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হবে। শত শহীদের রক্তে রাঙা হেফাজত আবারও স্বমহিমায় ফিরবে ইনশাআল্লাহ।

লেখক: আমেলা সদস্য, হেফাজতে ইসলাম; মুদাররিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ