রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা

বানভাসিদের সহায়তায় আলেম-ওলামা ও মাদরাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘দুর্যোগ-দুর্দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে। পাশাপাশি আলেম-ওলামারাও আছেন। আমরা লক্ষ করছি ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসি মানুষদের সহায়তায় আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় খালিদ হোসেন বলেন, ‘আমরা লক্ষ করছি, ফেনীতে বেসরকারি উদ্যোগে এক কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে। সেখানে সরকারি উদ্যোগেও কাজ চলছে। ইনশাআল্লাহ চলমান বন্যা পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হবো। আমরা বেশি করে আল্লাহতায়ালার সাহায্য চাইবো।’

আল-মানাহিল ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে পাঁচ শতাধিক বানভাসি মানুষের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন– জেলাপ্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদারসহ অনেকে।

এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে ধর্ম উপদেষ্টা ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ এবং ঢেউটিনসহ ঘর নির্মাণের সামগ্রী বিতরণ করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ