বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৩ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

মুফতি জসীম উদ্দিন রাহমানী মুক্তি পেয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ১১ বছর ১৬ দিন পর মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ সোমবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানি জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মুফতি জসিম উদ্দিন রাহমানি বরগুনা সদর থানার খাজুরতোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তার মুক্তির খবরে সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারটির মূল ফটকে অবস্থান করেন তাঁর বড় ভাই আবদুল খলিল, মো. আবদুল জলিল, মো.আইয়ুব আলীসহ অনেকে।

মুক্তির পর মুফতী জসীম উদ্দিন রহমানী উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, আমি দীর্ঘদিন কারাগারে থেকে বুঝেছি, আমরা কে কোন দল করি ইসলামের শত্রুরা সেটা আলাদা করে না। ওদের কাছে সকল মুসলমানই শত্রু। তাই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন সকলকে একতাবদ্ধ হওয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুফতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছিল। ওই মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে করা আরো তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ