বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনাবাহিনী জাতিসংঘের সমকামী দূত ও কার্যালয় স্থাপন বাতিলের দাবি খেলাফতের ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত তাবেলা সিজার হত্যা : তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস হযরত মুহাম্মদ (সা.) -এর অবমাননা একটি উসকানিমূলক ও ঘৃণিত কাজ জামেয়া ইসলামিয়া মুনশীবাজারে প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ১২ জুলাই মুহতামিম সম্মেলন সফল করতে মানিকছড়িতে মতবিনিময় সভা শুটকি মাছের পুষ্টিগুণ ইরানে বিভাজন সৃষ্টির কৌশল ব্যর্থতার পথে: আমেরিকান ওয়েবসাইট গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন

'গাজার বর্বরতা মেনে নিলে আরও অনেক দেশেই এমন পরিস্থিতি হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘গাজায় অমানবিক বর্বরোচিত হামলা আমাদের হতভম্ব করে। এ অমানবিকতার জন্য কেউ দুঃখও প্রকাশ করছে না। শিশু মারা যাচ্ছে, হাসপাতাল ও স্কুলে বোমা মারা হচ্ছে। কিন্তু এখন এসব আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে।

আমরা এটাকে মেনে নিচ্ছি! কীভাবে এটি সম্ভব! আজ যদি আমরা গাজার এ বর্বরতা মেনে নিই, তাহলে আগামীতে আরও অনেক দেশে এটি দেখতে হবে। ’

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনের (ডিইউমুনা) আয়োজনে ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা যখন জাতিসংঘ নিয়ে কথা বলবো আমাদের জানতে হবে এটি কেনো গঠন করা হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল শান্তি প্রতিষ্ঠা, ন্যায় বিচার, মানবাধিকার ও সামাজিক উন্নয়ন।

দেখুন ফিলিস্তিনে কী হচ্ছে? আমরা কেনো সেসব সমাধান করতে সক্ষম হচ্ছি না? আমাদের অনেক বৈশ্বিক সমস্যা রয়েছে। কিন্তু আমাদের মধ্যে বৈশ্বিক একতা নেই। ’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একতার জন্য দেশ স্বাধীন করেছিলাম। বর্তমান প্রধানমন্ত্রীও ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন।

আমাদের সফলতার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের পরিবেশ, জলবায়ু পরিবর্তনের জন্য এবং সার্বিক বিষয়ে আমাদের পরিবেশ রক্ষার জন্য একত্রিত হতে হবে। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই রমাদান বলেন, ‘আমাদের সবাইকে আন্তর্জাতিক কূটনীতিতে দক্ষতা বাড়াতে হবে। কূটনীতি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু এ দুর্নীতিগ্রস্ত আন্তর্জাতিক নিয়মের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

ফিলিস্তিনের বর্তমান অবস্থা সবাই জানেন। ’

ফিলিস্তিনের পক্ষে অবস্থানের জন্য এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনোমিস্ট সৈয়দ রাশেদ আল জায়দে, সংসদ সদস্য জারা জেবিন মাহবুব প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ