মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

সাংবাদিক হাসানুল কাদিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিভিন্ন গণমাধ্যমে কাজ করা জ্যেষ্ঠ সাংবাদিক হাসানুল কাদির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হবিগঞ্জে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসানুল কাদিরের ছেলে যাকওয়ান এই তথ্য জানিয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ স্বজনদের রেখে গেছেন।

হাসানুল কাদির মাদরাসায় পড়াশোনা করলেও পরবর্তী সময়ে তিনি মূলধারার গণমাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। সাপ্তাহিক মুসলিম জাহান ও মাসিক আদর্শন নারীতে তিনি পদায়ক হিসেবে কাজ করেছেন। দৈনিক ইনকিলাবের সম্পাদনা সহযোগী হিসেবেও কিছুদিন কাজ করেন। পরবর্তী সময়ে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক যায়যায়দিন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক ডেসটিনিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। কিছু রিপোর্টের জন্য তিনি আলোচিত ও সমালোচিত হন।

বিভিন্ন সময় তিনি নিজেও গণমাধ্যম গড়ে তোলার চেষ্টা করেন। তবে সফল হননি। মাঝখানে পরশ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করলেও এর কার্যক্রম বেশিদিন স্থায়ী হয়নি। তিনি মিরপুরের মুসলিম বাজার মাদরাসায় কিছুদিন শিক্ষকতাও করেছেন।
এক পর্যায়ে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিয়েছেন। শেষ জীবনে তিনি ঢাকায় এসে কিছু একটা করার চেষ্টা করলেও অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি।

হাসানুল কাদিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। তবে তিনি শেষ জীবনে হবিগঞ্জে শ্বশুর বাড়ির এলাকায় থাকতেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন। কেউ কেউ তাকে নিয়ে স্মৃতিচারণও করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ