এম শাহরিয়ার তাজ,
খুলনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে এবং পিআর পদ্ধতি নিয়ে জনগণের মাঝে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করা ও চলমান ৮ দলের যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ এবং আন্দোলনের দাবি আদায়ে জনগণের মাঝে ব্যাপক গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে খুলনা-০৩ আসনে হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ০৭টায় নগরীর খালিশপুর মুজগুন্নীস্থ জামি'আ রশীদিয়া গোয়ালখালী মাদরাসার শায়েখ ফজলুল করীম রহ. অডিটোরিয়ামে হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীমের এর সভাপতিত্বে ও সমন্বয়কারী আবু গালিব এর পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা ৩ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।
উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক-১ আবু সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক-২ বন্দ সরোয়ার হোসেন, সমন্বয়কারী আবু গালি, যুগ্ম সমন্বয়কারী বাদশা খান, জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, আবুল কালাম আজাদ, মোঃ পলাশ শিকদার, মোঃ নিজাম উদ্দীন মল্লিক, গণসংযোগ সমন্বয়কারী নাজিম হাওলাদার নাঈম, প্রচার সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, প্রকাশনা সমন্বয়কারী মুফতি ইসহাক ফরিদী, সদস্য আব্দুল্লাহ আল নোমানসহ উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
এছাড়া উক্ত সভায় সুষ্ঠ ও সফল করার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এমএম/
