জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট আলিমে দ্বীন ও সংগঠক মাওলানা শায়খ আব্দুল আজিজ সিদ্দিকী (রহ.) আজ বুধবার ২৯ অক্টোবর সকাল ১০.৪০ মিনিটের (লন্ডন সময়) ইংল্যান্ডের মিল্টন কিংস শহরে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা-এর সভাপতি মাওলানা আসআদ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি এম. বেলাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কুরাইশী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন,মাওলানা শায়খ আব্দুল আজিজ সিদ্দিকী (রহ.) ছিলেন একজন বরেণ্য আলিমে দ্বীন,নিবেদিতপ্রাণ সংগঠক ও জমিয়তের একনিষ্ঠ কর্মীবান্ধব নেতা। ইউরোপে ইসলামী শিক্ষা,দাওয়াতি কার্যক্রম ও সংগঠন বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন আদর্শ আলেমদের অনুকরণীয় ব্যক্তিত্ব।
নেতৃবৃন্দ আরও বলেন,তাঁর ইন্তেকালে ইসলামী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে,তা সহজে পূরণ হওয়ার নয়।
নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                              _medium_1761721747.jpg) 
                               
                              _medium_1761650146.jpg)