আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের শ্রদ্ধেয় মাতা, অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হুসাইন, সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, হাফিজ সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, জয়েন্ট সেক্রেটারি হাফীজ মাওলানা ইলিয়াছ, মুফতি শাহ হিফজুল করীম মাশুক, মাওলানা আখতারুজ্জামান, সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান,হাফীজ মাওলানা মাছুম আহমদ,ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই, মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, “একজন আদর্শ মা যেভাবে সন্তানকে নৈতিকতা, আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের চেতনায় গড়ে তোলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন তার জীবন্ত উদাহরণ। তার ছায়াতলে বেড়ে ওঠেই ড. মাহমুদুর রহমান আজ সাহসী ও জাতীয় ভাবনায় নিবেদিত এক ব্যক্তিত্ব হিসেবে আমাদের সামনে প্রতিষ্ঠিত। তার ইন্তেকাল শুধু পরিবার নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
নেতৃবৃন্দ বলেন, “আমরা এই শোকাবহ সময়ে মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও শান্তি দান করেন—এই দোয়া করছি।”