লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম-এর যুগপূর্তি উপলক্ষ্যে আগামী ২২ আগস্ট ২০২৫ শুক্রবার বেলা ২টা থেকে কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন, সেগুনবাগিচা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য যুগপূর্তি উৎসব ও লেখক সম্মিলন।
এ আয়োজনকে কেন্দ্র করে বরাবরের মতোই লেখক ফোরাম আয়োজন করছে জাতীয় সাহিত্য প্রতিযোগিতা-২০২৫।
প্রতিযোগিতার বিষয় --
- ছড়া-কবিতা : উন্মুক্ত
- গল্প : জুলাই বিপ্লব
- প্রবন্ধ : রাসুলুল্লাহ সা.-এর রাজনৈতিক দর্শন
অংশগ্রহণের নিয়মাবলি--
- প্রতিযোগিতা সদস্য-অসদস্য সবার জন্য উন্মুক্ত। ছড়া ও গল্পে শুধু শিক্ষার্থীরা অংশ নিতে পারবে আর প্রবন্ধ সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত।
- একজন প্রতিযোগী যেকোনো একটি বিভাগে অংশ নিতে পারবে এবং শুধু একটি লেখা পাঠাতে হবে।
- ছড়া ১২ থেকে ১৬ লাইনের মধ্যে লিখতে হবে। গল্প সর্বোচ্চ ১০০০ এবং প্রবন্ধ সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে লিখতে হবে।
- প্রতিযোগিতার লেখা অপ্রকাশিত হতে হবে।
- প্রতিযোগিতার লেখা অপ্রকাশিত হতে হবে।
- লেখার ভাষা প্রমিত ও চলিত বাংলায় হতে হবে এবং প্রতিযোগিতায় অসদুপায় অবলম্বন করা যাবে না।
- লেখক ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
- লেখার সঙ্গে পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে।শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণি/জামাত যুক্ত করতে হবে।
- লেখা কম্পোজ করে ওয়ার্ড ফাইলে আমাদের নির্ধারিত মেইলে পাঠাতে হবে।
- লেখা পাঠানোর শেষ সময় ১ আগস্ট ২০২৫। নির্ধারিত সময়ের পরে পাঠানো কোনো লেখা গ্রহণ করা হবে না।
- সময়ের সেরা লেখকরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
- প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য থাকবে পর্যায়ক্রমে ৫০০০, ৩০০০ ও ২০০০ টাকা সমমূল্যেরে বই ও ক্রেস্ট। এছাড়া প্রতি বিভাগে আরও ৫জন করে মোট ১৫জনকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে।
- নির্বাচিত লেখা ফোরামের যুগপূর্তি স্মারকে প্রকাশ করা হবে এবং যুগপূর্তি উৎসবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
- সব ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
যোগাযোগ--
নকীব মাহমুদ
উবায়দুল হক খান
০১৭৯০১২০৬৪৪, ০১৭৩৫৮৯১৩১৯
লেখা পাঠানোর ইমেইল: bilforam@gmail.com
এমএম/