শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ।। ৪ পৌষ ১৪৩২ ।। ২৮ জমাদিউস সানি ১৪৪৭


ওসমান হাদির হত্যা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর চক্রান্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, শরীফ ওসমানী হাদিকে হত্যার মাধ্যমে দেশে নতুন করে সংকট সৃষ্টি করা হয়েছে। এ হত্যা দেশের জন্য অশনি সংকেত। আধিপত্যবাদী ভারত দেশে তাদের গুপ্তচর দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। হাদিকে হত্যার পর নতুন করে ৫০জন দেশপ্রেমিক জুলাই যোদ্ধাসহ বরেণ্য আলেম পীর সাহেব চরমোনাই, শায়খে চরমোনাই, মাওলানা মামুনুল হক-এর নাম হটলিস্টে রেখে হত্যার হুমকি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণের শামিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের রাজধানীর কদমতলী থানার মেরাজনগরের একটি হলরুপে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা বাকিবিল্লাহ, মাওলানা জালাল হোসাইন, হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত চলছে। প্রশাসনকে আরো কঠোর হতে হবে। হাদীর হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ