মুনীরুল ইসলাম
তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠার পর থেকে ফোরাম যেসব কর্মসূচি পালন করেছে এরমধ্যে রয়েছে-
১. ঢাকাসহ সারাদেশে এ পর্যন্ত একশরও বেশি লেখালেখি ও সাংবাদিকতা কর্মশালা এবং সাহিত্যসভা করেছে।
২. প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন করছে।
৩. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছর সমৃদ্ধ স্মারক প্রকাশ করছে।
৪. নতুন নেতৃত্ব নির্ধারণে দুই বছর অন্তর অন্তর কাউন্সিল করছে।
৫. বার্ষিক সাহিত্য ও আনন্দ ভ্রমণ করছে।
৬. নির্বাহী কমিটির শিক্ষা ও সাংগঠনিক সফর করছে।
৭. পুস্তকাকারে ‘লেখক ফোরাম ভাষা ও বানানরীতি’ প্রণয়ন করেছে।
৮. প্রতি বছর ১০/২০ জনকে গ্রন্থ সম্মাননা দিচ্ছে।
৯. জাতীয় সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করছে।
১০. নবীন-তরুণ লেখকদের বই প্রকাশে সহযোগিতা করছে।
১১. লেখক-প্রকাশকদের সম্পর্কোন্নয়ন এবং তাদের অধিকার আদায়ে কাজ করছে।
১২. অসহায় আলেম লেখকদের ঈদ উপহার ও সহযোগিতা দিচ্ছে।
১৩. সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
১৪. অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
১৫. লেখক-শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল করছে।
১৬. মাদরাসার ছাত্র-শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিল করেছে।
১৭. ‘লেখক হওয়ার গল্প শুনি’ শিরোনামে অনুষ্ঠান করছে।
১৮. ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে।
১৯. তরুণ লেখকদের পুস্তক প্রদর্শনী করেছে।
২০. প্রকাশিত গ্রন্থের উপর ‘গ্রন্থ সমালোচনা’ নামে বিশেষ অনুষ্ঠান করছে।
২১. বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করছে।
২২. ফোরামের নিজস্ব ওয়েবসাইট ও পেইজের মাধ্যমে লেখালেখি বিষয়ক সেবা দিচ্ছে।
২৩. বায়তুল মোকাররম ইসলামি বইমেলার উন্নতিকল্পে ফোরাম ১০ দফা প্রস্তাবনা দিয়েছে।
২৪. ঢাকা ও ঢাকার বাইরে ইসলামি বইমেলা বাস্তবায়নে সহযোগিতা ও পরিদর্শন করছে।
২৫. বিভিন্ন সময়ে লেখক-গবেষকদের সংবর্ধনা দিচ্ছে।
২৬. বিজয় ও স্বাধীনতার কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠান করেছে।
২৭. জুলাই বিপ্লবের কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠান করেছে।
২৮. নির্বাহী কমিটির নিয়মিত বৈঠক হচ্ছে।
২৯. লেখক অভিধান প্রণয়ন প্রক্রিয়া চলমান রয়েছে।
৩০. চলতি বছর থেকে ফোরাম গুণী লেখকদের জন্য ‘লেখক ফোরাম সাহিত্য পদক’ চালু করবে।
বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ভবিষ্যতে একটি ইসলামি লেখক একাডেমি, মিডিয়া হাউস, প্রকাশনা প্রতিষ্ঠান, সমৃদ্ধ পাঠাগার ও লেখক মিলনায়তন করার স্বপ্ন দেখছে এবং পা পা করে লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন!
লেখক: সভাপতি, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম
এমএইচ/