মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

ফেনী সাহিত্য সংসদ এর আত্মপ্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো ফেনী জেলার আলেমদের সাহিত্য-সংস্কৃতি সংগঠন ‘ফেনী সাহিত্য সংসদ’।

১০ জুন ( মঙ্গলবার ) বিকেলে ফেনীর ট্রাংক রোডে নবী হোটেলে ফেনী জেলার লেখকদের এক মতবিনিময় সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নতুন সংগঠনটির আহ্বায়ক হিসেবে ছিলেন কাজী সিকান্দার, সদস্য সচিবের দায়িত্বে ছিলেন মাওলানা আবু বকর ছিদ্দিক।

কাজী সিকান্দার এর পরিচালনায় অনুষ্ঠানে লেখালেখি, সাংবাদিকতা, বাংলা ভাষা সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি একটি সাহিত্য সংস্কৃতির সংগঠনের প্রস্তাব ওঠে। এবং এ সংগঠনের মাধ্যমে ফেনী অঞ্চলের বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেয়ার আশাও ব্যক্ত করেন অনেকে।

এরই পরিপেক্ষিতে সবার সম্মতিক্রমে ‘ফেনী সাহিত্য সংসদ’ নামে সাহিত্য সংস্কৃতির একটি সংগঠন করা হয়। এতে সদস্য করা হয় মাওলানা আজিজুল্লাহ আহমদী, মুফতী যাইনুল কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মমিনুল হক, মাওলানা বেলাল পাটোয়ারী, মাওলানা জাহিদ হাসান চৌধুরীকে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড, মোস্তাফিজুর রহমান ফয়সাল, মাও. হারুনুর রশিদ ভূঞা, মাওলানা আলাউদ্দিন নুরী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা নোমান, মুহা, নূর আহমদ, মাওলানা ইরফান, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা মো, ইয়াহিয়া, মো, আনোয়ার হোসাইন, মাওলানা ইসমাইল বিন সাঈদ।

প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে বাংলা সাহিত্য ও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা হাতে নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ