মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

আরবি ম্যাগাজিন ‘আল-ইবদা’র ঈদ সংখ্যা বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বর্ণাঢ্য ঈদ সংখ্যা প্রকাশ করেছে আরবি ভাষা-সাহিত্যের ম্যাগাজিন 'আল-ইবদা'। দেশে প্রথমবারের মতো প্রকাশিত এই আরবি ঈদ সংখ্যাটি ইতোমধ্যে আরবি ভাষাশিক্ষার্থী ও সাহিত্যের পাঠকদের নজর কেড়েছে।

ব্যতিক্রমী আয়োজনের এই ঈদ সংখ্যায় স্থান পেয়েছে মনীষী-আলোচনা, সাক্ষাৎকার, প্রবন্ধ, গল্প, বুক-রিভিউ, স্মৃতিকথা ও নানা বিষয়ে মুক্তগদ্য। এছাড়াও রয়েছে খোলা জানালা, হৃদয় থেকে হৃদয়ে, সাহসই সোপান, সবুজ দিগন্ত ও সাহিত্যের আসর বিভাগে বিভিন্ন স্বাদের রচনা।

আল-ইবদার সম্পাদক শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের দেশে বাংলায় ঈদ সংখ্যা প্রকাশের সংস্কৃতি পুরোনো। সে তুলনায় আরবি ভাষা-সাহিত্যের পাঠকদের জন্য তেমন কোনো আয়োজন দেখা যায় না। তাই আমরা এই ব্যতিক্রমী ঈদ সংখ্যাটি প্রকাশের উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘একটি আদর্শ ঈদ সংখ্যার জন্য ন্যূনতম যেসব উপাদান প্রয়োজন, আমরা তার সবই এখানে রাখতে চেষ্টা করেছি এবং প্রচ্ছদ ও অঙ্গসজ্জাকে নান্দনিক এবং রচনাগুলোকে সুখপাঠ্য করার চেষ্টা করেছি। আশা করি, এটি আমাদের আরবি শিক্ষার্থী ও সাহিত্যের পাঠকদের খোরাক কিছুটা হলেও পূরণ করবে।’

উল্লেখ্য, ইতোমধ্যে আল-ইবদা ম্যাগাজিনের দশটি সংখ্যা প্রকাশিত হয়েছে এবং এক মলাটে দশটির সংকলনও বাজারে পাওয়া যাচ্ছে।

আল-ইবদার প্রকাশক বিশিষ্ট আরবি প্রকাশনা প্রতিষ্ঠান 'দারুল আরাবিয়্যাহ'। উন্নত ঝকঝকে কাগজে ছাপা ৮০ পৃষ্ঠার ঈদসংখ্যাটির মূল্য ধরা হয়েছে ৬০ টাকা। পাওয়া যাবে দারুল আরাবিয়্যাহসহ দেশের উল্লেখযোগ্য আরবি লাইব্রেরিগুলোতে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ