বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২২ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের বিরোধ কেন, কখন থেকে শুরু? জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল জমিয়ত উত্তরা জোনের ‘জুলাই সম্মেলন’ স্থগিত ‘গোপালগঞ্জের ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে’ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তাদের মূলোৎপাটন প্রয়োজন: হেফাজত ‘মুফতি আবরারের বিরুদ্ধে মিথ্যা মামলা উস্কানি ও ষড়যন্ত্রের অংশ’ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার বৃক্ষরোপণ কর্মসূচি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, নিহত ৪ জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ

কিতাব বিভাগের শিক্ষক নেবে বরিশালের জামিয়া হোসাইনিয়া মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদরাসায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ চলতি জানুয়ারির ২৪ তারিখ (শুক্রবার) এর মধ্যে জামিয়ার অফিসে জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, আগ্রহী প্রার্থীদের ২৭ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায়  জামিয়ার অফিস কক্ষে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

যেসব বিভাগে শিক্ষক নেওয়া হবে-

১। শিক্ষক
কিতাব বিভাগ ২ জন (আবাসিক)
যোগ্যতা: তাকমিল জামাতে ন্যূনতম জায়্যিদ জিদ্দান (বেফাক/হাইয়াতুল উলিয়া)

২। শিক্ষক
কিতাব বিভাগ কাম ক্বারী ১ জন (আবাসিক)
যোগ্যতা: তাকমীল জামাতে ন্যূনতম

জায়্যিদ জিদ্দান (বেফাক/হাইয়াতুল উলিয়া) ও তাজবীদ ও কিরাতের উপর তাখাসসুসের সনদপ্রাপ্ত 

৩। শিক্ষক (বাংলা) ১ জন (অনাবাসিক)
যোগ্যতা: স্নাতক বা সমমান ন্যূনতম ২য় বিভাগ

৪। শিক্ষক হিফজ বিভাগ ১ জন
যোগ্যতা: তাকমীল জামাতে জায়্যিদ এবং এর হুফফাজুল কুরআনের ট্রেনিং ওসনদপ্রাপ্ত।

সকল বিভাগে অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হবে।

আবেদনের নিয়মাবলি:

১. আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত দরখাস্ত জমা দিতে হবে।

২. শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

৩. এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের অনলাইন কবপ জমা দিতে হবে।

৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

৫. সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

৬. আবেদনকারীকে অবশ্যই সুন্নতের পাবন্দ হতে হবে।

৭. বেতন-ভাতা অনন্য সুবিধে আলোচনা সাপেক্ষে।

৮. শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি নিয়ে আসবেন।

যোগাযোগ:
নাযেমে তালিমাত
০১৭৮৩৯৩০৪২৫(WhatsApp)

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ