সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১১ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল গাজা সীমান্তের কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত মার্কিন রাজনীতিতে আলোচনায় গাজালা হাশমি ‘এমপি-মন্ত্রী হলেও সবসময় নিজেকে ইসলামের খাদেম মনে করি’ সরকারি জাকাত ফান্ডে টাকা প্রদানের অনুরোধ ‘মাদরাসাগুলো থেকে আলেমের পাশাপাশি যোগ্য জনবল তৈরি হোক’ বরগুনার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা নবীজির জীবনাদর্শ অনুসরণে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির ‘আলেম সমাজকে প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে’

গ্রীণরোড স্টাফ কোয়াটার্স জামে মসজিদ কমপ্লেক্সে খতিব নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাদিরুজ্জামান ||

রাজধানী ঢাকার ধানমন্ডি কলাবাগানে অবস্থিত গ্রীণরোড গভ: স্টাফ কোয়ার্টার জামে মসজিদ কমপ্লেক্সে অস্থায়ী ভিত্তিতে কতিপয় শর্তসাপেক্ষে একজন অভিজ্ঞ খতিব ও ২ জন খাদেম নিয়োগ করা হবে।

মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, খতিব পদে আবেদনকারীর বয়স সরাসরি নিয়োগের ক্ষেত্রে- ৩৫-৪০ বছর হতে হবে। প্রার্থীকে হাফেজে কুরআন, কামিল/দাওরায়ে হাদিসে উত্তীর্ণ, মুফতি, উলুমুল হাদিস ও মুফাসসেরে কুরআনে যোগ্যতা সম্পন্ন এবং ভালো আলোচক সুললিত কন্ঠের অধিকারী হতে হবে। 

বাংলা ও ইংরেজি ভাষায় অধিক জ্ঞান এবং পেশ ইমাম হিসেবে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

খাদেম পদে আবেদনকারীর বয়স সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩০ বছর হতে হবে। প্রার্থীকে হাফেজ, দাখিল/এসএসসি পাশ হতে হবে। মসজিদ/মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে খাদেম এর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

আগামী ৩০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আবেদন সরাসরি/ডাকযোগে সভাপতি/সাধারণ সম্পাদক, গ্রীণরোড গভ: স্টাফ কোয়ার্টার্স জামে মসজিদ কমপ্লেক্স, গ্রীণরোড, কলাবাগান, ঢাকা বরাবর প্রেরণ ক‌রার আহ্বান জানিয়েছে মসজিদ কর্তপক্ষ। ইতোপূর্বে অত্র কমপ্লেক্স থেকে অব্যাহতিপ্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খতিব পদের ক্ষেত্রে নিম্নেবর্ণিত শর্তাবলী প্রযোজ্য হবে:

১) প্রতি জুমআর নামাজে ইমামতি করা

২) প্রতি সপ্তাহে ০১ (এক) দিন পবিত্র কুরআনুল হাকীম থেকে তাফসির করা;

৩) পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজে ইমামতি করা।

8) লিখিত পরীক্ষাসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; জুমআর আলোচনা, খুতবা পাঠ ও নামাজের ইমামতি করার ক্ষেত্রে নিজ খরচে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এতে মসজিদ কমপ্লেক্সের পক্ষ থেকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৫) উত্তম চরিত্রের অধিকারী হওয়া

৬) বেতন/সম্মানী আলোচনাসাপেক্ষে। এবং

৭) মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি কর্তৃক নির্দেশিত দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন করা।

প্রয়োজনীয় কাগজপত্র:

(১) সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত ছবি;

(২) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি;

(৩) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;

(৪) ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ পত্র।

প্রয়োজনে যোগাযোগ: ০১৮১৮১৩৫৩৮৫ (মো: নজরুল ইসলাম, সাধারণ-সম্পাদক)।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ