রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭


সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত ‘সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা–২০২৫’ দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাজারের বেশি প্রতিযোগী। আগামী ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯টায় এই প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছিল প্রতিযোগিতার নির্দিষ্ট ফরম জমা দেওয়ার শেষ তারিখ। এতে অত্যন্ত আগ্রহভরে অংশ নিয়েছে কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

আওয়ার ইসলাম (ওআই) স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ জানায়, প্রতিযোগিতার নির্দিষ্ট ফরমগুলো গভীর নিরীক্ষণের পর উত্তীর্ণ ফরমগুলো নিয়ে একটি লাইভ ড্র অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯টায়। এতে চূড়ান্তভাবে ১ম, ২য়, ৩য়সহ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। Ourislam tv পেইজ থেকে লাইভ সম্প্রচারিত হবে। পেইজের লিংক: https://www.facebook.com/share/19b9iCVCNu/

ওআই স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ আরও জানায়, দুই পৃষ্ঠার ফরমে মোট ৩০টি প্রশ্ন ছিল। এরমধ্যে ১৩ নম্বর প্রশ্নটি বাতিল করা হয়েছে। এখন মোট ২৯টি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের ফরম নিয়ে বহু কাঙ্ক্ষিত লাইভ ড্র অনুষ্ঠান করা হবে।

পুরস্কার হিসেবে যা যা থাকবে—
প্রথম স্থান অধিকারীর জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই, 
দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ৩০ হাজার টাকা সমমূল্যের বই 
তৃতীয় স্থান অধিকারীর জন্য ২০ হাজার টাকা সমমূল্যের বই। 

এছাড়া সাতজন প্রতিযোগী (প্রতিজনকে) ৫ হাজার টাকা সমমূল্যের বই প্রদানসহ মোট লক্ষাধিক টাকা সমমূল্যের পুরস্কার।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, মুসলমানদের অন্তরে নবীজির ভালোবাসা জাগ্রত করা ও সর্বসাধারণের মধ্যে সিরাতের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। পাশাপাশি রবিউল আউয়াল মাসে সিরাত কুইজ, চিঠি প্রতিযোগিতা, প্রবন্ধ, বক্তৃতা ও ছোটদের জন্য বিশেষ আয়োজনও থাকছে।

এ আয়োজনের সহযোগিতায় আছে মাকতাবাতুল আশরাফ, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ