শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের বেশি থাকব না: সুশীলা কার্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই আগামী ছয় মাসের মধ্যে সব দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

রোববার দায়িত্ব গ্রহণের পর কাঠমান্ডু পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার দল এবং আমি ক্ষমতার স্বাদ নিতে আসিনি। ছয় মাসের বেশি আমরা থাকব না। নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হতে পারব না।”

৭৩ বছর বয়সী কার্কি সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ‘জেন-জি’ আন্দোলনের প্রশংসা করে জানান, আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়া হবে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হবে ১০ লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ। আহতদের চিকিৎসার ব্যয় ও আর্থিক সহায়তাও বহন করবে অন্তর্বর্তী সরকার।

সহিংস বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, “মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে এমন রূপান্তর আমি আগে দেখিনি। আমাদের দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হবে।” ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাগুলো তদন্তের আশ্বাস দিয়ে তিনি জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রয়োজনে সহজ শর্তে ঋণ বা বিশেষ সহায়তা দেওয়া হতে পারে। তবে এসব সহিংসতা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি।

কার্কি আরও বলেন, “নেপাল বর্তমানে অর্থনৈতিক সংকটে রয়েছে। আমাদের অগ্রাধিকার হবে পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতিশীলতা।”

দ্য হিমালয়ান টাইমস-এর তথ্যানুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে পৌঁছেছে—এর মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন কারাবন্দি ও তিনজন পুলিশ সদস্য।

এদিকে নেপালের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাঠমান্ডুতে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বিবৃতিতে গত সপ্তাহের সহিংসতার পর শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়।

মার্কিন দূতাবাস আরও জানায়, গণতান্ত্রিক সমাধানের প্রতি অঙ্গীকারের জন্য প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল ও তরুণ নেতাদের অভিনন্দন জানানো হচ্ছে। সহিংসতায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোকও প্রকাশ করে তারা।

এছাড়া, অস্থিতিশীল পরিস্থিতিতে নেপালি সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের ভূমিকারও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। তাদের মতে, শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও বেসামরিক সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ