বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশবাসীর প্রতি পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’ 

নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিল ও বারনই নদীর পাশে পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে তিনি সম্পূর্ণ নিজ খরচে একটি জামে মসজিদ নির্মাণ করেছেন।

প্রান্তিক এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নামাজ আদায়ে চরম ভোগান্তির শিকার ছিলেন। কাছাকাছি কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের দূরে গিয়ে নামাজ পড়তে হতো। এ পরিস্থিতিতে তামিম ইকবাল এগিয়ে আসেন। চার বছর আগে জাতীয় দলের সতীর্থ তাইজুল ইসলামের সঙ্গে বিষয়টি আলোচনা করেন তিনি। তাইজুলের বাবার সহযোগিতায় গ্রামটি চিহ্নিত করা হয়, যেখানে পাকা মসজিদের প্রয়োজন ছিল জরুরি।

এর আগে সেখানে ছিল টিনের চাল ও ছনের বেড়ার একটি ছোট মসজিদ। এলাকাবাসী বহুবার পাকা মসজিদ নির্মাণের চেষ্টা করলেও অর্থাভাবে সফল হয়নি। এমনকি একবার তোলা অর্থ আত্মসাৎ হয়ে যাওয়ায় তাদের স্বপ্ন ভেঙে যায়। শেষ পর্যন্ত তামিম ইকবাল নিজ উদ্যোগে মসজিদ নির্মাণের দায়িত্ব নেন এবং সম্পূর্ণ ব্যয়ে পাকা দৃষ্টিনন্দন মসজিদ গড়ে তোলেন।

বর্তমানে ওই মসজিদে গ্রামের মানুষ নির্বিঘ্নে প্রতিদিনের নামাজ আদায় করছেন। স্থানীয়রা জানান, তামিমের এ উদ্যোগ গ্রামে নতুন আলো ছড়িয়ে দিয়েছে। এলাকার বাসিন্দা সাহিনুর ইসলাম, পাভেল প্রামাণিক, আব্দুল হান্নান সরকার ও মুয়াজ্জিন ইস্তুল প্রামাণিকসহ অনেকে তামিমের মানবিকতার প্রশংসা করে দোয়া করেন।

মসজিদ কমিটির সভাপতি মো. সুলতান প্রামাণিক মিঠু বলেন, “তামিম ইকবাল শুধু ক্রিকেট মাঠেই নয়, সমাজের কল্যাণেও হয়ে উঠেছেন অনুপ্রেরণা। সৃষ্টিকর্তার কাছে দোয়া, তিনি যেন আরও ভালো কাজে যুক্ত হতে পারেন এবং মানুষের জন্য কল্যাণকর অবদান অব্যাহত রাখেন।”

তিনি আরও জানান, টিনের মসজিদ ভেঙে আধুনিক সুবিধাসম্পন্ন জামে মসজিদ গড়ে তোলায় তামিম গ্রামবাসীর অশেষ ভালোবাসা ও দোয়া অর্জন করেছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ