বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশবাসীর প্রতি পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’ 

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত হচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং ন্যাশনাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ড. ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে দুজন অন্তর্ভুক্ত থাকায় ভারসাম্য রক্ষায় সরকার ওই দুই দলকেও সমান প্রতিনিধিত্বের সুযোগ দেয়। স্বল্প সময়ে নতুন ভিসা প্রক্রিয়া জটিল হওয়ায়, যারা আগে থেকেই মার্কিন ভিসাধারী ছিলেন, তাদের প্রতিনিধি দলে নেওয়া হয়েছে।

জামায়াতের ডা. তাহের বলেন, “ড. নকিবুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তিনি সেখান থেকেই প্রতিনিধি দলে যোগ দেবেন।”

অন্যদিকে এনসিপির যুগ্ম-সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, “ডা. তাসনিম জারা আজ রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি সরাসরি প্রতিনিধি দলে যুক্ত হবেন।”

অতীতে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দল ছিল মূলত মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের সমন্বয়ে। তবে এবার প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক জোটের নেতারাও অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। তখন শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে বড় প্রতিনিধি দল নিয়ে অংশ নিলেও, এবারের প্রতিনিধি দলে রাজনৈতিক নেতৃত্বের অন্তর্ভুক্তি নতুন পরিস্থিতিরই প্রতিফলন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ