রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অর্থনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা—এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ, তবুও কেন উদ্বৃত্ত অর্জন করতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করে অতিরিক্ত ব্যয় করলে উদ্বৃত্ত আসবে না। নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে উদ্বৃত্ত তৈরি করলেই ভবিষ্যতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব।”

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত দুই দিনব্যাপী ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫: রোড টু মেইড ইন বাংলাদেশ’ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “নিজস্ব সক্ষমতার ভিত্তিতেই এগোতে হবে। শুধুমাত্র নীতিগত সহায়তা দিয়ে দীর্ঘমেয়াদে এগোনো সম্ভব নয়। গার্মেন্টস ছাড়া অন্য কোনো খাত নীতিগত সহায়তা নিয়ে সফল হতে পারেনি।”

তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার আগে এ অঞ্চলে বৈশ্বিক শিল্প গড়ে উঠলেও স্বাধীনতার পর সেই সুযোগ কাজে লাগানো হয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, এফবিসিসিআই সাবেক সভাপতি ও হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ এবং বারবিডা সভাপতি আব্দুল হক প্রমুখ।

প্রসঙ্গত, নাবিস্কো বাসস্ট্যান্ডসংলগ্ন এডিসন প্রাইম ভবনের টপ ফ্লোরে শনিবার (২০ সেপ্টেম্বর) শুরু হওয়া এ মেলায় কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল এবং ১২টি শিল্প সহায়ক প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ