মুফতি অকিল উদ্দিন যশোরী
প্রশ্ন- আমি একটি কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে চাকরি করি। পূর্বে কোম্পানির নিজস্ব টাকা ছিল । এখন কোম্পানি লসে রান করছে । তাই তারা ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নিচ্ছে । আমাকে সুদের হিসাব ইত্যাদি লিখতে হবে। এমতাবস্থায় এই কোম্পানিতে আমার চাকরি করা বৈধ হবে?
উত্তর- সুদের লেনদেন যেমন অবৈধ ও নিষিদ্ধ, তেমনি সুদের ক্ষেত্রে যেকোনো ধরণের সহযোগিতাও নিষিদ্ধ। অতএব, আপনার উক্ত কোম্পানিতে একাউন্টেন্ট পদে চাকরি করা অবৈধ ও নিষিদ্ধ। আপনি অনতিবিলম্বে এ চাকরি ছেড়ে একটি বৈধ চাকরি খুঁজে নিন। আর এখন বর্তমানে এই চাকরির কোন বিকল্প না থাকলে এবং চাকরি ছাড়লে ক্ষতিগ্রস্ত হলে অতিদ্রুত বিকল্প খুঁজে বের করুন । আর তারপর এই চাকরি ত্যাগ করুন । তবে, আপনার এখন উচিত হল, ক্রমাগত ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা।
"وَتَعاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوى وَلا تَعاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقابِ." [المائدة، الآية:2]
সুরা মায়েদা আয়াত ২
عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.
صحيح مسلم رقم ٣٩٤٨ كتاب المساقات، باب لَعْنِ آكِلِ الرِّبَا وَمُؤْكِلِهِ.
মুসলিম হাদিস ৩৯৪৮
আরএইচ/