শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান ‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা

১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১২ তারিখ জুলাই সনদের বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশের পক্ষে জনগণ রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৪ আসন থেকে ১০ দলীয় জোট-ঐক্যবদ্ধ বাংলাদেশ এর জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজ নির্বাচনি এলাকায় গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আশার কথা ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজনৈতিক নেতাদের আরও দায়িত্বশীল হতে হবে। চিন্তা-ভাবনা করে কথা বলতে হবে। কেননা নেতা যেভাবে বক্তব্য দেন জনগণ সেভাবে প্রতিক্রিয়া দেখান। যেমন নেতা যদি এমন বক্তব্য রাখেন, যা জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে; তখন জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

জামায়াতের এই প্রার্থী বলেন, জামায়াতে ইসলামী কাউকে আক্রমণ করে নয়, জনগণের সমাধান নিয়ে কথা চলতে চাই। আমাদের কাছে অনেক আইডিয়া রয়েছে; সুতরাং আপনারাও সৃজনশীল হন। আমরা আমাদের বন্ধুদের আহ্বান করবো আপনারও শৃজনশীল হন। আপনারা মানুষের কথা শুনুন। আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য সহনশীল রাজনীতি করি। বাংলাদেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়, সে জন্য কাজ করি।

তিনি আরও বলেন, আমাদের আস্থা জনগণের ওপর। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন সকল কূট কৌশল নষ্ট হয়ে যায়। অবশ্যই নির্বাচনকে একটি দিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ১২ তারিখ জুলাই সনদের বাস্তবায়ন ও নতুন বাংলাদেশের পক্ষে জনগণ রায় দেবে ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ