সুদের ভিত্তিতে লোন নেওয়া কোম্পানিতে হিসাবরক্ষক পদে চাকরি করা বৈধ হবে কি?
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৫ দুপুর
নিউজ ডেস্ক

মুফতি অকিল উদ্দিন যশোরী

প্রশ্ন- আমি একটি কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে চাকরি করি। পূর্বে কোম্পানির নিজস্ব টাকা ছিল । এখন কোম্পানি লসে রান করছে । তাই তারা ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নিচ্ছে । আমাকে সুদের হিসাব ইত্যাদি লিখতে হবে। এমতাবস্থায় এই কোম্পানিতে আমার চাকরি করা বৈধ হবে?

উত্তর- সুদের লেনদেন যেমন অবৈধ ও নিষিদ্ধ, তেমনি সুদের ক্ষেত্রে যেকোনো ধরণের সহযোগিতাও নিষিদ্ধ। অতএব, আপনার উক্ত কোম্পানিতে একাউন্টেন্ট পদে চাকরি করা অবৈধ ও নিষিদ্ধ।  আপনি অনতিবিলম্বে এ চাকরি ছেড়ে একটি বৈধ চাকরি খুঁজে নিন। আর এখন বর্তমানে এই চাকরির কোন বিকল্প না থাকলে এবং চাকরি ছাড়লে ক্ষতিগ্রস্ত হলে অতিদ্রুত বিকল্প খুঁজে বের করুন । আর তারপর এই চাকরি ত্যাগ করুন । তবে, আপনার এখন উচিত হল, ক্রমাগত ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা।

"‌وَتَعاوَنُوا ‌عَلَى ‌الْبِرِّ وَالتَّقْوى وَلا تَعاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقابِ." [المائدة، الآية:2]

সুরা মায়েদা আয়াত ২

عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.‏

صحيح مسلم رقم ٣٩٤٨ كتاب المساقات، باب لَعْنِ آكِلِ الرِّبَا وَمُؤْكِلِهِ.

মুসলিম হাদিস ৩৯৪৮

আরএইচ/