সোমবার, ২১ জুলাই ২০২৫ ।। ৬ শ্রাবণ ১৪৩২ ।। ২৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই বিপ্লবে আলেম সমাজের সংগ্রামী অবদান অবিস্মরণীয় ইতিহাসে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ধর্ম উপদেষ্টা বিমান বিধ্বস্ত: স্থগিত হলো ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’র চিত্রপ্রদর্শনী ও ড্রোন শো  উত্তরায় বিমান দুর্ঘটনায় স্থগিত প্রধান উপদেষ্টার কর্মসূচি মাইলস্টোন স্কুল দুর্ঘটনা, উদ্ধার তৎপরতা ও আমাদের করণীয় উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় খেলাফত মজলিসের শোক প্রকাশ  ‘জাতিসংঘের সঙ্গে চুক্তি বাতিলে সরকারের ওপর আমরা চাপ অব্যাহত রাখব’  ‘আল্লাহর নেজাম প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব’ বিমান দুর্ঘটনায় হেফাজত আমির-মহাসচিবের শোক ও সমবেদনা ২৪-এর গণঅভ্যুত্থান থেকে আলেমদের অবদান মুছে ফেলা যাবে না: ইফাদাতুল উম্মাহ

সাইয়েদুল ইস্তিগফার পাঠের ফজিলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ পদ্ধতি ও পথ হচ্ছে সাইয়েদুল ইস্তিগফার। যদি সাইয়েদুল ইস্তিগফারকে ওষুধের কাতারে কল্পনা করা হয়, তা হলে এটা হবে অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক ওষুধ শুধু একটা রোগ সারায় না; বরং শরীরের সব ব্যাকটেরিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে। সাইয়েদুল ইস্তিগফারও তেমনই, এটারও অনেক ফজিলত রয়েছে। 

রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়েদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়- তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়েদুল ইস্তিগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায়- তবে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি, হাদিস: ৬৩২৩)

সাইয়েদুল ইস্তেগফার হলো— বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা আন্তা রব্বি, লা ইলাহা ইল্লা আন্তা; খলাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজুবিকা মিন শাররি মা সনাতু, আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া, ওয়া আবুউ লাকা বিজাম্বি; ফাগফির লি, ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ-জুনুবা ইল্লা আন্তা।’

বাংলা অর্থ: ‘হে আল্লাহ, একমাত্র আপনিই আমাদের প্রতিপালক। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার ওপর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। কেননা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ