বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

দৈনিক সময়ের আলোর আয়োজনে ‘হজ ২০২৫: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল রোববার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। এতে হজসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত হয়ে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনায় উঠে আসে নানা সমস্যা ও সমাধানের চিত্র। সরকারের করণীয়, এজেন্সির দায়িত্ব এবং হাজিদের সচেতনতা বিষয়ক নানা পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন আলোচকরা।

সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিমের সভাপতিত্বে ও সিনিয়র সাব-এডিটর এবং ইসলাম বিভাগের প্রধান আমিন ইকবালের সঞ্চালনায় গোলটেবিল আয়োজনে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্টর ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার (সিওও) মুনিফ আম্মার, হজ প্রশিক্ষক গাজী মুহাম্মদ সানাউল্লাহ রাহমানী, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, জাবাল-ই-নুর ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জুনায়েদ গুলজার, আলওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আবদুল গাফফার খান, আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ম্যানেজিং পার্টনার ইঞ্জিনিয়ার মো. ওবায়দুল হক, মারভেলাস এয়ার ট্রাভেলসের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মাওলানা আহমদ আলী, স্কলার আলেম মুফতি আমিমুল এহসান, মাবরুর এয়ার ট্রাভেলসের পরিচালক হাফেজ মাওলানা হানযালা, আরিশ ট্রাভেলস এন্ড ট্যুরসের পরিচালক জহিরুল ইসলাম, ব্রডওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পরিচালক মাহমুদুর রহমান, তাহমিদ এয়ার ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মুসয়াব তাহমিদ প্রমুখ।

গোলটেবিলের বিস্তারিত আলোচনা, প্রস্তাবনা ও পরামর্শ সময়ের আলোর পুরো একপাতা আয়োজনে তুলে ধরা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ