বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় কাউন্সিল আজ শনিবার (২৬ এপ্রিল)। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় এই কাউন্সিল শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল বাদ মাগরিব পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতি আল্লামা শায়খ জিয়াউদ্দীন। শুরুতেই সভায় রিপোর্ট পেশ করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী। বৈঠকটি চলে দীর্ঘ সময় নিয়ে।

গতকালের মজলিসে আমেলার বৈঠকে দলের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজকের কাউন্সিল নিয়েও বিস্তারিত কথা হয়। দলের নেতৃত্ব বাছাইয়ের বিষয়ও ছিল আলোচ্য সূচিতে। সূত্র জানিয়েছে, জমিয়তের আজকের কাউন্সিলে শীর্ষ কিছু পদে রদবদল হতে পারে। তবে সভাপতি ও মহাসচিব পদে নতুন মুখ আসার সম্ভাবনা কম। নির্বাহী সভাপতি পদে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

এছাড়া সক্রিয় তরুণ কিছু নেতার পদোন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেতৃত্বে তারুণ্যকে এগিয়ে দেওয়া হবে বলে আগেই জানিয়েছেন দায়িত্বশীলেরা।

জমিয়তের কাউন্সিলরদের অনেকে গতকালই ঢাকায় চলে এসেছেন। আজ সকালের মধ্যে সবাই চলে আসবেন বলে আশা করছেন কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। দীর্ঘদিন পর বাধাহীন মুক্ত পরিবেশে কাউন্সিল করতে পারায় সন্তুষ্টির ছাপ লক্ষ্য করা গেছে সবার মধ্যে।

জমিয়তের সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ডিসেম্বর। সেই কাউন্সিলে মাওলানা জিয়া উদ্দিনকে সভাপতি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব ও মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিনিয়র সহসভাপতি করে ১৮৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ