বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭


বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের ছত্তিশগড়ের সুরজপুর জেলায় ভয়াবহ হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের আটজন সংখ্যালঘু মুসলিম পরিযায়ী শ্রমিক। স্থানীয় বজরং দলের কয়েকজন সদস্য বাংলায় কথা বলার কারণে তাদের ‘বাংলাদেশি’ সন্দেহে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে চারজন নাবালক।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত শ্রমিকরা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মফস্বল থানার চেপরি ও আরশা গ্রামের বাসিন্দা। তাঁরা সুরজপুরের একটি বেকারিতে কাজ করছিলেন। সোমবার দুপুরে কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে ওই বেকারিতে ঢুকে শ্রমিকদের পরিচয় জানতে চান। শ্রমিকরা বাংলায় কথা বলায় তাঁদের ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করা হয় এবং এরপর মারধর শুরু করা হয়।

অভিযোগ রয়েছে, শ্রমিকরা নিজেদের আধার কার্ড ও ভোটার পরিচয়পত্র দেখালেও হামলাকারীরা ক্ষান্ত হয়নি। একপর্যায়ে পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, চারজন শ্রমিক ইতোমধ্যে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বাকি শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় একটি সেফ হোমে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে সমন্বয় করে তাঁদের নিরাপদে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়াড়ি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আক্রান্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে হামলার শিকার পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভিন রাজ্যে কাজের সময় নিরাপত্তা, বৈধ পরিচয়পত্র ও সুরক্ষিত কর্মসংস্থানের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। এই ঘটনা ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ