বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭


গাজার তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকায় ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সর্বশেষ ঘটনায় সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ গাজায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, হামলাটি পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া একটি তাঁবুকে লক্ষ্য করে চালানো হয়।

লক্ষ্যবস্তু এলাকাটি ছিল সেই সব অঞ্চলের একটি, যেখান থেকে গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা প্রত্যাহার করে নিয়েছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ গাজায় হামলার পরিকল্পনা করছিল—এমন এক হামাস সদস্যকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী শত শতবার লঙ্ঘন করেছে, যাতে এখন পর্যন্ত ৪২২ ফিলিস্তিনি নিহত এবং ১,১৮৯ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের দুই বছরের যুদ্ধ থেমে যায়।

যে যুদ্ধে প্রায় ৭১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এতে আহত হন ১ লাখ ৭১ হাজার ২০০ জনের বেশি মানুষ এবং গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ