মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


ইরানের এভিন কারাগারে ইসরাইলের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি বিমানবাহিনী ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে হামলা চালিয়েছে। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কী, তা এখনও নিশ্চিত করা যায়নি।

এভিন কারাগারটি রাজনৈতিক বন্দীদের জন্য বেশ কুখ্যাত, যেখানে অনেক রাজনৈতিক বন্দী, দ্বৈত নাগরিক ও পশ্চিমা দেশগুলোর নাগরিককে আটক রাখা হয়। ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই বন্দীদের বন্দিবিনিময়ের জন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা করে থাকে।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার একদিন পর, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে, ইসরায়েল তেহরানসহ একাধিক স্থানে হামলা শুরু করে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে হামলার জন্য ইরানি শাসককে পূর্ণ শক্তি দিয়ে শাস্তি দেওয়া হবে।

এছাড়া, ইসরায়েলি বিমানবাহিনী আজ ইরানের অন্যান্য লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে আধা সামরিক ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নিরাপত্তা সদর দপ্তর, তেহরানের ফিলিস্তিন স্কয়ার এবং আইআরজিসির একটি অংশ হিসেবে কাজ করা আধা সামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ