মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


ইসরায়েলকে রাশিয়ার হুঁশিয়ারি, ইরানের পারমাণবিক কেন্দ্রে রুশ কর্মীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাশিয়ার বিশেষজ্ঞরা এখনও ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে অবস্থান করছেন বলে জানিয়েছেন রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটমের প্রধান । তারা সেখানে দীর্ঘদিন যাবত একটি প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন।তবে আলেক্সেই লিখাচেভ নিশ্চিত করে বলেন, সেখানের পরিস্থিতি ‘স্বাভাবিক ও নিয়ন্ত্রিত’ রয়েছে। 

শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে লিখাচেভ বলেন, ‘আমরা আশা করি ইসরায়েলি নেতৃত্ব রাশিয়ার সতর্কবার্তা শুনেছে। ইরানের এই গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যেন কোনোভাবেই হামলার লক্ষ্য না হয়।’

এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ ও ইসরায়েলের পক্ষ নেওয়ার বিরুদ্ধেও বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে।

বিশ্লেষকদের মতে, বুশেহর স্থাপনাটি ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচির মূল অংশ হলেও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এটি এখন একটি কৌশলগত স্পর্শকাতর স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ