মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা ইমতিয়াজ আলম বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন রাশেদ খাঁন মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অনুপ্রবেশ ঠেকাতে পুরো মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরইমধ্যে ১০ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, নরেন্দ্র মোদি সরকার দুর্ভেদ্য সীমান্ত নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-মিয়ানমার সীমান্তের মধ্যে মণিপুরের মোরেহ অংশের ১০ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে বেড়া দেওয়া হয়েছে। এ ছাড়া হাইব্রিড সার্ভিল্যান্স সিস্টেমের (এইচএসএস) মাধ্যমে বেড়া দেওয়ার দুটি পাইলট প্রকল্প বাস্তবায়নাধীন। এ প্রকল্পের আওতায় অরুণাচল ও মণিপুরে এক কিলোমিটার করে বেড়া দেওয়া হবে। মণিপুরে প্রায় ২০ কিলোমিটারজুড়ে বেড়া নির্মাণের অনুমোদন পাওয়া হয়েছে। এই কাজ শিগগিরিই শুরু হবে।

সপ্তাহ খানেক আগেও অমিত শাহ বলেছিলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত বেড়া দিয়ে সুরক্ষিত করা হবে। মিয়ানমারের সঙ্গে আমাদের অবাধ যাতায়াতের যে চুক্তি আছে, সেটি বাতিল হতে চলেছে।

গত জুলাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের সীমান্ত এলাকাগুলো ‘ব্যাপকভাবে অশান্ত’। মানব ও মাদক পাচার রোধে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বন্ধ করা দরকার।

এদিকে সম্প্রতি মিয়ানমারে সেনা সদস্যরা আরাকান আর্মির ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে আসছেন। ফলে সীমান্তের নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে মোদি সরকার।

মিয়ানমারের সঙ্গে ভারতের এক হাজার ৬ শত ৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে অরুণাচল প্রদেশে ৫২০ কিলোমিটার, নাগাল্যান্ডে ২১৫ কিলোমিটার, মণিপুরে ৩৯৮ এবং মিজোরামে ৫১০ কিলোমিটার সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে। অতীতেও বিভিন্ন সময়ে সীমান্ত বন্ধের কাজ করার চেষ্টা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ