মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

সীরাতকেন্দ্রের ব্যতিক্রমী আয়োজন ‘দরসে সীরাহ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে পরিচালিত সীরাত চর্চা ও গবেষণার প্রতিষ্ঠান ‘সীরাতকেন্দ্র’ এবার সীরাতের একাডেমিক চর্চার আয়োজন করেছে। সীরাতুন্নবী সা.-এর চর্চা ও একাডেমিক পাঠ আরও ব্যাপক ও বেগবান করার লক্ষে ‘দরসে সিরাহ’ কোর্স চালু করেছে। সেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরভিত জীবন ও উসওয়ায়ে হাসানার সুবিন্যস্ত পাঠ দেওয়া হবে। 

সীরাতকেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমদ জানান, এক বছর মেয়াদী একটি এবং তিন মাসব্যাপী দুটি কোর্সের আয়োজন করা হয়েছে। এক বছর মেয়াদী কোর্স কওমি মাদরাসার জালালাইন, মিশকাত, দাওরা, ইফতা, দাওয়াহ, তাফসির ও আদবের শিক্ষার্থীদের জন্য। সপ্তাহে একদিন দরস। বৃহস্পতি বা শুক্রবার। 

আর তিন মাস মেয়াদী দুটি কোর্সের মধ্যে প্রথম কোর্সটি ইমাম, খতিব, কওমি মাদরাসার সদ্য ফারেগিন ও তরুণ আলেমদের জন্য। সপ্তাহের একদিন বৃহস্পতি বা শুক্রবার দারস হবে। 
আর তিন মাসব্যাপী আরেকটি কোর্সের আয়োজন করা হয়েছে জেনারেল শিক্ষিত, স্কুল-কলেজ ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য। সেখানেও ক্লাস হবে বৃহস্পতি কিংবা শুক্রবার। 

সব কোর্সেই দরস দেবেন সীরাত গবেষক, বিশেষজ্ঞ ও একাডেমিক অভিজ্ঞতাসম্পন্ন আলেমরা। 

ভর্তির ফরম ৫০ টাকা, ভর্তির ফি ৩০০ টাকা এবং মাসিক বেতন ২০০ টাকা। আগামী ২ মে শুক্রবার সকাল ১০টায় সীরাতকেন্দ্রের কার্যালয় ময়মনসিংহ শহরের ধোপাখলা মোড়ে উদ্বোধনী দরস হবে। দরস সম্পন্নকারী ও উত্তীর্ণদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭১৫৯৪৩৮৯৫ নাম্বারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ