মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ ।। ৩০ পৌষ ১৪৩১ ।। ১৪ রজব ১৪৪৬

শিরোনাম :
হেফাজতের কারানির্যাতিত মজলুম আলেমদের সংবর্ধনা আগামীকাল চলতি মাসেই বাংলাদেশে আসছেন ভারত-পাকিস্তানের বিশিষ্ট দুই আলেম বাজারে বিসমিল্লাহ বিষয়ে নতুন বই জামিয়া আরাবিয়া শামসুল উলূম মাদরাসার খতমে বুখারী ও দোয়া মাহফিল ২৪ জানুয়ারি ১ ফেব্রুয়ারি থেকে ওমরাযাত্রীদের ভ্যাকসিন বাধ্যতামূলক রজব মাস সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা ও সংশোধন দাবানল নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ: লস অ্যাঞ্জেলেসে আযান দেয়ার ভিডিও ভাইরাল ‘মদ-মাদকতা ও ইসলাম’ বিষয়ক সেমিনার ২০ জানুয়ারি বিদগ্ধ আলেম মাওলানা আবদুন নূর সদরঘাটির ইন্তেকাল ‘ক্যালিফোর্নিয়ার দাবানলে উল্লাস নয়, বরং এখান থেকে শিক্ষাগ্রহণ করাটাই কর্তব্য’

যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন
মণিরামপুর( যশোর ) প্রতিনিধি

শাক-সবজি কমদামে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে যশোরের মনিরামপুরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ক্রয়মূল্যে সবজি বিক্রয় শুরু হয়েছে। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম সরাসরি পাইকারি বাজার থেকে কাঁচা সবজি সংগ্রহ করে বিকাল ৩টা রাত ৮টা পর্যন্ত মনিরামপুর পৌরসভার সামনে ক্রয়মূল্যে সবজি বিক্রয় করছে বলে জানাগেছে।

বাজারে শাক-সবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি ব্যবসায়ী থেকে ক্রয় করে কমদামে সাধারণ মানুষের কাছে সবজি বিক্রি করে জনগণের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদানী নগর মাদরাসার মুহতামিম মাওলানা রশীদ বিন ওয়াক্কাস বলেন, বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এই কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম তাদের সেবামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ।

ক্রয়মূল্যে সবজি বিক্রি কার্যক্রম টিমের সমন্বয়ক মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে ভোক্তা অধিকার সংরক্ষণসহ বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে আশা করা যায় দ্রুত সময়ে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আজকের মূল্য তালিকা- কাঁচা মরিচ ৯০/-, বেগুন ৬৫/- , পটল ৪৪/-, পেপে ২৫/, কাঁচকলা ৪০/-, কুচুর মুখি ৫৫/-, লাউ ৫৫/-, কাকরোল ৪৪/-, ঢেঁড়স ৫০/-, বেগুন ৬৫/-ইত্যাদি।

ক্রয়মূল্যে বাজার করতে পেরে খুশি প্রকাশ করেছেন মোহনপুরের শুকুমার, মনোহরপুরের আতিয়ার, কাশিমনগরের মেহেদী হাসান, গোবিন্দপুরের খলিলুর রহমান প্রমুখ। এ সময় তারা এ সেবামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রশংসা করেন।

এদিকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন মাষ্টার শিহাব হোসেন, হাফেজ রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, হাফেজ ইব্রাহীম প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ