কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান খানের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা মতিউর রহমান ফরাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মাহমুদুল হাসান মাহাম্মদীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরী।
এছাড়াও সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ চান্দিনা পৌরসভা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামীর নির্বাচনী কার্যক্রম, মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি ও সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান খানের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরএইচ/