পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে চলে গেলেও ভোটের মাঠে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এখন আর ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার কোনো সুযোগ নেই। এজন্য বাকি ৪৭ আসন আলোচনার ভিত্তিতে বণ্টন করা হবে বলেও জানান তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মামুনুল হক।
ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন নেই দাবি করে তিনি বলেনব, ‘বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না।’
মাওলানা মামুনুল হক বলেন, ‘নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায়, তাহলে সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।’
শরিয়াহ আইন বাস্তবায়ন থেকে সরে যাওয়া প্রসঙ্গে ইসলামী আন্দোলনের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘ইসলামি মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে যে জোটের সূচনা হয়েছিল, আদর্শিক অবস্থান থেকে কেউ পিছপা হয়নি।’
মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরএইচ/