রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’

রাজশাহীতে আজ ইসলামি ৮ দলের বিভাগীয় সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামি আট দলের বিভাগীয় সমাবেশ।

রোববার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ২টায় শুরু হয়ে সমাবেশ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সমাবেশ ঘিরে শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ৮ দলের নেতাকর্মীরা।
শনিবার (২৯ নভেম্বর) মাঠ পরিদর্শন করে সমাবেশে অন্তত ৩ লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এ আদেশের ওপর গণভোট আয়োজন ৫ দফা দাবিতে ইসলামপন্থি সর্ববৃহৎ দুদল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮টি কর্মসূচি পালন করে আসছে। এই ৮ দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ইতোমধ্যে ঢাকায় দলগুলো কর্মসূচি করেছে। বিভাগীয় পর্যায়ে রোববার রাজশাহীতে একই দাবিতে সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, রাজশাহীর সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ আরও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুন্নবীসহ আরও অনেকেই উপস্থিত থাকবেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ- সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চানসহ দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

শনিবার (২৯ নভেম্বর) মাঠ পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল সাংবাদিকদের বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ৮ দলের নেতাকর্মীরা আসবেন, জনগণ আসবেন, তারা ৮ দলের শীর্ষ নেতাদের কাছ থেকে দিকনির্দেশনা শুনবেন। আগামীকাল রোববারের সমাবেশ প্রায় অন্তত আড়াই থেকে তিন লাখ লোকের সমাগম হবে। এ মাঠে হয়ত ধরবে না। পাশের ফায়ার সার্ভিস ও ঘোষপাড়া মোড় থেকে নদীর ধার পর্যন্ত বড় রাস্তা, এই রাস্তাগুলো প্যাকড হয়ে যাবে। শহরের আনাচে-কানাচে পরিপূর্ণ থাকবে এই সমাবেশের জনস্রোত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ