এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মনোনীত হয়েছেন খুলনার হোসাইন ইবনে সরোয়ার।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
হোসাইন ইবনে সরোয়ার খুলনার দৌলতপুরের দেয়ানা গ্রামের কৃতি সন্তান। ছোটবেলা থেকেই দাওয়াতি পরিবেশ, নৈতিক শিক্ষা ও সাংগঠনিক চেতনায় বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি পূর্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক, অর্থ ও কল্যাণ সম্পাদক, এবং কওমি মাদরাসা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি শিক্ষাজীবন শুরু করেন খুলনার জামি'আ রশীদিয়া গোয়ালখালী থেকে, পরবর্তীতে অধ্যয়ন করেন চরমোনাইয়ের আহছানাবাদ রশীদিয়া মাদরাসায়, যেখানে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজেকে গড়ে তুলেছেন।
পারিবারিকভাবেও তিনি ইসলামী চেতনা ও সংগঠনের উত্তরসূরি। তার পিতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন, দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে দাওয়াতি ও সাংগঠনিক কাজে সম্পৃক্ত।
নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আরও দায়িত্ব পেয়েছেন
কেন্দ্রীয় সভাপতি: মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সহ-সভাপতি: খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর
সেক্রেটারি জেনারেল: সুলতান মাহমুদ
ইসলামী ছাত্র বাংলাদেশ খুলনা মহানগর এর আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ বলেন, তার এই পদোন্নতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানাসহ সারাদেশের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, আনন্দ ও আশার সঞ্চার করেছে।
এলএইস/