বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ ।। ১৮ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৭


জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ৩৫০টি সরকারি কলেজ মসজিদের ৫৫০ জন ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের চাকরি জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে কলেজে কর্মরত এসব ধর্মীয় কর্মীর নামের তালিকা ও নিয়োগ-সংক্রান্ত কাগজপত্র সাত কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরি আত্তীকরণের (জাতীয়করণ) লক্ষ্যে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা’ অনুসরণ করে প্রয়োজনীয় নথি পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ৩৫০টি সরকারি কলেজ মসজিদে কর্মরত মোট ৫৫০ জন সংশ্লিষ্ট কর্মীর পূর্ণাঙ্গ নামের তালিকা এবং তাদের নিয়োগ-সংক্রান্ত কাগজপত্র আগামী ৭ কর্মদিবসের মধ্যে মাউশিতে পাঠাতে হবে। এজন্য সরকারি কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ