বুধবার, ০১ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

মাসিক নকীবের আয়োজনে গ্রন্থ সম্মাননা প্রতিযোগিতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব জাতীয় সিরাত শিশু সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করেছে। এর অংশ হিসেবে গ্রন্থ সম্মাননা প্রতিযোগিতাও রয়েছে।  

মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ জানান, ২০২৩-২০২৫ সালে শিশু-কিশোর সাহিত্যে প্রকাশিত সব শাখার বই জমা দিতে পারবেন লেখকরা। একজন লেখক একাধিক বিষয়ে বই জমা দিতে পারবেন।

ছড়া-কবিতা, গল্প, হরর গল্প, রম্য গল্প, ভ্রমণ, ঋতু এবং দেশ ও স্বাধীনতা বিষয়ে যেকোনো প্রবন্ধ নিবন্ধ ফিচার, কিশোর উপন্যাসসহ শিশু-কিশোর উপযোগী যেকোনো বিষয়ের বই জমা নেওয়া হবে।

বই-ইসলামিক বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন হতে হবে। দেশ-ইসলাম ও স্বাধীনতায় আঘাত করে এমন বই বিচারের জন্য মনোনীত হবে না। শিশু-কিশোরদের চিন্তা-চেতনায় বিরুপ প্রভাব ফেলে এমন বইও বিচারের জন্য মনোনীত হবে না ।

লেখককে বাংলাদেশি হতে হবে। দেশের যেকোনো বয়সী যেকোনো মত ও পথের লেখক লেখিকাগণ বই জমা দিতে পারবেন।

বিচারকার্যের জন্য কমপক্ষে দুটি বই জমা দিতে হবে। বই সুন্দর করে প্যাকেট করে পাঠাতে হবে। বইয়ের সঙ্গে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সাদা কাগজে লিখে দিতে হবে। বই মাসিক নকীবের অফিসে সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন।

বই হাতে আসার পর নকীব কর্তৃপক্ষ ক্যাটাগরি বিভাজন করবেন এবং সম্মানিত বিচারকগণ প্রত্যেক বিভাগে একজন করে সেরা লেখক ও সেরা বই নির্বাচন করবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ