মাসিক নকীবের আয়োজনে গ্রন্থ সম্মাননা প্রতিযোগিতা
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব জাতীয় সিরাত শিশু সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করেছে। এর অংশ হিসেবে গ্রন্থ সম্মাননা প্রতিযোগিতাও রয়েছে। মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ জানান, ২০২৩-২০২৫ সালে শিশু-কিশোর সাহিত্যে প্রকাশিত সব শাখার বই জমা দিতে পারবেন লেখকরা। একজন লেখক একাধিক বিষয়ে বই জমা দিতে পারবেন। ছড়া-কবিতা, গল্প, হরর গল্প, রম্য গল্প, ভ্রমণ, ঋতু এবং দেশ ও স্বাধীনতা বিষয়ে যেকোনো প্রবন্ধ নিবন্ধ ফিচার, কিশোর উপন্যাসসহ শিশু-কিশোর উপযোগী যেকোনো বিষয়ের বই জমা নেওয়া হবে। বই-ইসলামিক বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন হতে হবে। দেশ-ইসলাম ও স্বাধীনতায় আঘাত করে এমন বই বিচারের জন্য মনোনীত হবে না। শিশু-কিশোরদের চিন্তা-চেতনায় বিরুপ প্রভাব ফেলে এমন বইও বিচারের জন্য মনোনীত হবে না । লেখককে বাংলাদেশি হতে হবে। দেশের যেকোনো বয়সী যেকোনো মত ও পথের লেখক লেখিকাগণ বই জমা দিতে পারবেন। বিচারকার্যের জন্য কমপক্ষে দুটি বই জমা দিতে হবে। বই সুন্দর করে প্যাকেট করে পাঠাতে হবে। বইয়ের সঙ্গে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সাদা কাগজে লিখে দিতে হবে। বই মাসিক নকীবের অফিসে সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন। বই হাতে আসার পর নকীব কর্তৃপক্ষ ক্যাটাগরি বিভাজন করবেন এবং সম্মানিত বিচারকগণ প্রত্যেক বিভাগে একজন করে সেরা লেখক ও সেরা বই নির্বাচন করবেন। এসএকে/ |