বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ছয় লাশ পোড়ানোর মামলা: ট্রাইব্যুনালে ৮ আসামি পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ “হাসিনা দেশকে মুক্তিযোদ্ধা-রাজাকারে ভাগ করেছিলেন”—ভোলায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তথ্য ফাঁসের জেরে যুক্তরাজ্যের গোপন পুনর্বাসন পরিকল্পনায় আশ্রয় পেলেন হাজারো আফগান গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এনসিপি পদযাত্রা ঠেকাতে ছাত্রলীগের তাণ্ডব জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা গাজায় আরও ৬১ প্রাণহানি, ত্রাণকেন্দ্রে হামলা রাগ যদি আগুন হয়, নিয়ন্ত্রণ তবে শান্তির জল

ইরান-ইসরায়েল নিয়ে এরদোয়ান ও জার্মান চ্যান্সেলরের ফোনালাপ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (২০ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত নিয়ে আলোচনা করেছেন।

মুখপাত্রের মতে, দুই নেতা এই অঞ্চলে আরও উত্তেজনা রোধে তাদের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে ইসরায়েল। এবার সরাসরি ইরানের সরকারি স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইসরায়েল কাটজ বলেন, আমাদের ইরানি শাসনব্যবস্থার প্রতিটি প্রতীক এবং জনগণের ওপর নিপীড়নে ব্যবহৃত দমনযন্ত্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে। এর মধ্যে রয়েছে বাসিজ মিলিশিয়া এবং রেভল্যুশনারি গার্ড- যারা এই সরকারের ক্ষমতার ভিত্তি।

তিনি আরও বলেন, এই হামলার উদ্দেশ্য কেবল সামরিক সুবিধা অর্জন নয় ; বরং ইরানি সরকারকে অস্থিতিশীল করাও এর অন্যতম লক্ষ্য।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ