বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তাদের মূলোৎপাটন প্রয়োজন: হেফাজত ‘মুফতি আবরারের বিরুদ্ধে মিথ্যা মামলা উস্কানি ও ষড়যন্ত্রের অংশ’ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার বৃক্ষরোপণ কর্মসূচি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, নিহত ৪ জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা কাল গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রেজওয়ানা হাসান গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারা দেশে যুবশক্তির ‘বাংলা ব্লকেড’ বাংলাদেশ খেলাফত মজলিস ধামরাই থানা কমিটি পুনর্গঠন

সাভারে শহীদ পরিবারের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ‘মুরগি হেলাল’ গ্রেফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার কর্তৃক দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত যুবলীগ নেতা হেলাল ওরফে মুরগি হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) ভোররাতে সাভার পৌরসভার মজিদপুর মহল্লায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার।

গ্রেফতার হওয়া হেলালের বয়স ৩২ বছর। তিনি মজিদপুর এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। রাজনৈতিকভাবে তিনি সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার থানা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক নাসির আহমেদ-এর ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা গণমাধ্যমকে জানান, হেলালের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়েছে। এছাড়াও আরও ছয়টি মামলার তথ্য পুলিশের কাছে রয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা হেলালের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। এসব মামলায় তিনি মূল অভিযুক্ত হিসেবে রয়েছেন।

এদিকে এলাকাবাসীর অনেকেই জানায়, মুরগি হেলাল দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার গ্রেফতারে এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সাভার অঞ্চলে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ