বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে? ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল

সাভারে শহীদ পরিবারের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ‘মুরগি হেলাল’ গ্রেফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার কর্তৃক দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত যুবলীগ নেতা হেলাল ওরফে মুরগি হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) ভোররাতে সাভার পৌরসভার মজিদপুর মহল্লায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার।

গ্রেফতার হওয়া হেলালের বয়স ৩২ বছর। তিনি মজিদপুর এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। রাজনৈতিকভাবে তিনি সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার থানা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক নাসির আহমেদ-এর ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা গণমাধ্যমকে জানান, হেলালের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়েছে। এছাড়াও আরও ছয়টি মামলার তথ্য পুলিশের কাছে রয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা হেলালের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। এসব মামলায় তিনি মূল অভিযুক্ত হিসেবে রয়েছেন।

এদিকে এলাকাবাসীর অনেকেই জানায়, মুরগি হেলাল দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার গ্রেফতারে এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সাভার অঞ্চলে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ