বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তাদের মূলোৎপাটন প্রয়োজন: হেফাজত ‘মুফতি আবরারের বিরুদ্ধে মিথ্যা মামলা উস্কানি ও ষড়যন্ত্রের অংশ’ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার বৃক্ষরোপণ কর্মসূচি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, নিহত ৪ জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা কাল গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রেজওয়ানা হাসান গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারা দেশে যুবশক্তির ‘বাংলা ব্লকেড’ বাংলাদেশ খেলাফত মজলিস ধামরাই থানা কমিটি পুনর্গঠন

“হাসিনা দেশকে মুক্তিযোদ্ধা-রাজাকারে ভাগ করেছিলেন”—ভোলায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনা দেশের মানুষকে মুক্তিযোদ্ধা ও রাজাকারের বিভাজনে ফেলে দিয়েছিলেন। তিনি মুজিববাদী আদর্শের নামে রাষ্ট্রকে দুটি শিবিরে ভাগ করে রেখেছিলেন।”

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—দেশ এখন বিভাজনের রাজনীতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছি—যেখানে থাকবে শ্রমিক, কৃষক আর সাধারণ মানুষের সম্মান ও অধিকার।”

তিনি দাবি করেন, “গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আর সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন ভোলার মানুষ। এই ভূমি শহীদ ও সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে।”

এর আগে বরিশাল থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা দুপুরে ভোলায় এসে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। র‌্যালিটি বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও নতুন বাজার ঘুরে শেষ হয় ভোলা প্রেস ক্লাব প্রাঙ্গণে।

পথসভায় আরও বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

ভোলায় এনসিপির পদযাত্রা শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে জাতিকে দুইভাগে ভাগ করা হয়েছিল। এখন সময় এসেছে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ