শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আত্মশুদ্ধির পথপ্রদর্শক প্রতিষ্ঠান খানকায়ে আহমদিয়া কর্তৃক পরিচালিত ১৪ দিনব্যাপী ২৭তম আধ্যাত্মিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কোর্সে দেশ-বিদেশ থেকে আগত আত্মসংশোধনপ্রত্যাশী অংশগ্রহণকারীরা গভীর মনোযোগ ও আত্মসমর্পণের মাধ্যমে অভাবনীয় কাশফ, ইলহাম ও আল্লাহর নূরের বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। একে একে তাঁরা পৌঁছান আত্মিক উন্নতির উচ্চতর স্তরে।

কোর্স-পরবর্তী বক্তব্যে খানকার পরিচালক ও শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী  বলেন, “এই কোর্সে আমরা কেবল জ্ঞান নয়, বরং অন্তরের আমল ও আত্মিক হাল সংশোধনের গুরুত্ব শেখাতে চেয়েছি। আল্লাহর নূর অন্তরে প্রতিষ্ঠিত হলে তবেই একজন ব্যক্তি কাশফ ও ইলহামের পথে অগ্রসর হতে পারেন। এই অভিজ্ঞতা কেবল অধ্যয়ন দিয়ে নয়, বরং আত্মসমর্পণ ও সাধনার মাধ্যমে অর্জিত হয়।”

কোর্সে অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণ তাঁদের মধ্যে অভ্যন্তরীণ প্রশান্তি, খাঁটি ইবাদতের অনুভব এবং আল্লাহর নৈকট্যের আকর্ষণ জাগিয়ে তুলেছে।

২৭তম কোর্স শেষে বর্তমানে ২৮তম কোর্স চলমান রয়েছে, যেখানে দেশ-বিদেশের আরও বহু সাথী যোগ দিয়েছেন। পাশাপাশি অচিরেই ২৯তম কোর্স শুরু হওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

খানকায়ে আহমদিয়া ২০১২ সাল থেকে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে এই আধ্যাত্মিক কোর্স পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি আত্মশুদ্ধি, তাযকিয়া, কাশফ ও ইলহাম চর্চার মাধ্যমে ইসলামী তাসাউফের বিস্তারে কাজ করছে।

প্রধান কার্যালয়: চাঁচাহার পাড়া, শাজাহানপুর, বগুড়া
শাখা অফিস: মোহাম্মদপুর (ঢাকা), বড় টেংরা (বগুড়া), ফুলবাড়ি (দিনাজপুর), গৌরনদী (বরিশাল), খানবাড়ি (মুন্সিগঞ্জ)

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ