সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ঈদুল আজহা : আরব আমিরাতে কেমন যাচ্ছে পশুর দাম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৬ জুন শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা। এখন চলছে কোরবানির পশু কেনার প্রস্তুতি। পশুর আকার ও আকৃতি অনুযায়ী দাম বিভিন্ন হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে কোরবানির এসব পশুর দাম কেমন সেটির ধারণা দিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। 

এ বছর পশুর দাম প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ বেড়েছে বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।

শনিবার (১ জুন) খালিজ টাইমসের প্রতিনিধি গিয়েছিলেন আল কুসাইস বাজারে। সেখানে গিয়ে দেখেছেন এবার একেকটি ১৫ কেজির সোমালি ছাগলের সর্বনিম্ন দাম ১ হাজার ২০০ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৪০ হাজার টাকার সমান।

ভারতীয় ২৫ কেজির ছাগলের দাম শুরু হচ্ছে ২ হাজার ৮০০ দিরহামে। অর্থাৎ ভারতীয় একটি ছাগল কিনতে এবার দেশটির বাসিন্দাদের খরচ করতে হবে প্রায় ৯৪ হাজার টাকা।

দেশটিতে পাকিস্তানি ২২ কেটি একেকটি ছাগল বিক্রি হচ্ছে সর্বনিম্ন ২ হাজার ৫০০ দিরহামে। যা প্রা ৮৪ হাজার টাকার সমান।

অপরদিকে ভারতীয়, পাকিস্তানি অথবা সোমালিয়ার ৩৫০ থেকে ৪০০ কেজির একেকটি ষাড় গরু সর্বনিম্ন ৯ হাজার দিরহামে বিক্রি হচ্ছে। যা প্রায় ৩ লাখ টাকার সমান।

আর ১ হাজার ২০০ কেজির একটি ষাড় বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১২ হাজার দিরহামে। যা প্রায় ৪ লাখ টাকার সমান।

এগুলো হলো সর্বনিম্ন দাম। পশুর আকার, আকৃতি ও ওজন অনুযায়ী দাম আরও বেশি হবে।

সূত্র: খালিজ টাইমস

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ