সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপির মুরাদনগর উপজেলা শাখা'র সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখার নেতারা। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা জমিয়তের কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মাওলানা আব্দুর রহমান আল-মুজাফ্ফারের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য দেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, মো. কামাল উদ্দিন ভূঁইয়া, মো. নজরুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মুফতি আব্দুল মুমিন ও মাওলানা আব্দুর রহমান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম হলো ভারত উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা পালনকারী দল। আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী কোরআন সুন্নাহ ভিত্তিক শতবর্ষী বৃহত্তর ইসলামী রাজনৈতিক সংগঠন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলীয় প্রতীক খেজুর গাছ মার্কা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাথে ছয়টি চুক্তির ভিত্তিতে নির্বাচনী জোট সমঝোতায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে।

জমিয়তে উলামায়ে ইসলাম ইতিহাসে কখনো প্রকৃত ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক বাতিল মতাদর্শীদের সাথে আপস করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। জমিয়তের একমাত্র উদ্দেশ্যই হলো কোরআন ও সুন্নাহ অনুসরণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। জমিয়তে উলামায়ে ইসলাম অতীতের তিক্ত অভিজ্ঞতা বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ চিন্তা চেতনাকে সামনে রেখে অতিতে সব সময় সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ আরও বলেন, আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এ কারণে স্বাগত জানাতে চাই যে, তারা ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো বাতিল মতাদর্শের সাথে আপস না করে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে নির্বাচনী জোট সমঝোতায় বর্তমান সময়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেশ ও জাতিকে উপহার দিয়েছে।

তারা আরও বলেন, কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ হলেন মুরাদনগর উপজেলার জনপ্রিয়তার শীর্ষে সর্বজন শ্রদ্ধেয় একজন ওলামাবান্ধব ও ইসলামপ্রিয় ব্যক্তিত্ব। গরিব দুখী ও মেহনতি মানুষের প্রাণ প্রিয় বন্ধু। মুরাদনগর উপজেলাসহ বাংলাদেশের প্রতিটি কওমি মাদরাসার সাথে যার রয়েছে আত্মার সম্পর্ক। যিনি মুহিউস সুন্নাহ আল্লামা শাহ আবরারুল হক ও আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী রহ.সহ বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামের দোয়া ও সোহবতপ্রাপ্ত। মুরাদনগর উপজেলার প্রতিটি মাদরাসা ও মসজিদ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যার অবদান রয়েছে অতুলনীয় ও অনস্বীকার্য। আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কায়কোবাদ সাহেবকে আবারও বিপুল ভোটে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরাও আশাবাদী তিনি বিপুল ভোটে জয়লাভ করে আগামীতে মুরাদনগরবাসীর কল্যাণে নিজের জীবনের অবশিষ্ট সময়কে উৎসর্গ করে দিবেন ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের যুগ্ন সাধারন সম্পাদক মুফতি এরশাদুজ্জামান, মাওলানা ইমরান হোসাইন পিরোজপুরী, মুফতি খাইরুল ইসলাম, মুফতি আমানুল্লাহ, মাওলানা ওমর ফারুক, হাফেজ আশিক এলাহী, মাওলানা জামাল উদ্দিন সিরাজী, মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, মাওলানা ইউছুফ সাহেব, মাওলানা শফিকুল ইসলাম ও মাওলানা মামুনুর রশিদ। উপজেলা বিএনপির নেতা মো. কামাল উদ্দিন, মো. মাহমুদ হাসান, মো. দুলাল ও মো. কবীর হোসেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ