সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলা, নিহত ৩৯, আহত কয়েকশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর ট্যাংক দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলর সেনারা। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২২০ জন।

ফিলিস্তিন মেডিকেল রিলিফ সোসাইটির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার (১ জুন) বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি বিতরণ কেন্দ্রের কাছে সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় দখলদাররা। এতে সেখানে এত হতাহতের ঘটনা ঘটে।

আলাদাভাবে এই সংস্থাটির নেতজারিত করিডর বিতরণ কেন্দ্রের কাছে আরেকজন গুলিতে নিহত হন।

দখলদার ইসরায়েল গাজায় প্রায় ৩ মাস ধরে অবরোধ আরোপ করে রেখেছে। আগে গাজায় জাতিসংঘসহ অন্যান্য পরিচিত আন্তর্জাতিক সংস্থা ত্রাণ কার্যক্রম চালাত। কিন্তু গত মাসের শেষ দিকে দখলদাররা গাজা মানবিক ফাউন্ডেশন নামে একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু করে। কিন্তু অব্যবস্থাপনার কারণে অনেক মানুষ কোনো ত্রাণই পাননি। ক্ষুধার কষ্টে থাকা এসব মানুষ তাই ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে সেখান থেকে খাবার সামগ্রী নিয়ে এসেছিলেন।

এরমধ্যেই ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদারদের সেনারা।

ইব্রাহিম আবু সৌদ নামে এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এপিকে বলেছেন, রাফার যে স্থানে হামলা হয়েছে সেখান থেকে ইসরায়েলি সেনারা মাত্র ৩০০ মিটার দূরে অবস্থান করছিল। তিনি জানিয়েছেন, অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। যারমধ্যে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। তাকে তারা সেখান থেকে নিয়েও যেতে পারেননি।

সূত্র: আলজাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ