সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

অনুমতি ছাড়া হজ পালন শরিয়ত পরিপন্থী: সৌদির গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও ওলামা কমিটির প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ জানিয়েছেন, অনুমতি ছাড়া হজ পালন শরিয়ত পরিপন্থী এবং জনস্বার্থবিরোধী। এজন্য হজযাত্রীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে অনুমতি নিয়ে হজ পালনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (৩১ মে) সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-কে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গ্র্যান্ড মুফতি বলেন, পারমিট ছাড়া হজপালন করা শরিয়াহ আইনের পরিপন্থী এবং একটি গুরুতর আইনলঙ্ঘন। এটি জনশৃঙ্খলার ওপর মারাত্মক প্রভাব ফেলে। আর দেশের আইন অনুসরণ না করা জনস্বার্থের পরিপন্থী কাজ, যা কোনোভাবেই কাম্য নয়।

শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা বিধিবিধান উপেক্ষা করা সরকারের আদেশের প্রতি স্পষ্ট অবাধ্যতা, যা শরিয়তের নীতিমালার বিরোধী। ‘যে কেউ অনুমতি ছাড়া হজ করবে, সে শরিয়াহ লঙ্ঘন করবে এবং এই অবাধ্যতার জন্য দায়ী হবে,’—জোর দিয়ে বলেন শায়খ আলে শায়খ।

বিবৃতিতে গ্র্যান্ড মুফতি হাজিদের স্বাস্থ্যবিধি ও প্রতিরোধমূলক ব্যবস্থাও মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, ‘মহামারি ও সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া একটি ধর্মীয় কর্তব্য এবং দায়িত্ব। বিশেষত, যখন বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র হজ পালনের জন্য একত্রিত হন, তখন স্বাস্থ্যবিধি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

তিনি সকল হাজির নিরাপত্তা ও কল্যাণ কামনায় আল্লাহর কাছে দোয়া করেন এবং হজ ব্যবস্থাপনায় সৌদি নেতৃত্ব ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকারও প্রশংসা করেন।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ