সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

চাদে সুদানি শরণার্থীদের সহায়তায় আমিরাতের ৩ হাজার খাদ্য ঝুঁড়ি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

সংযুক্ত আরব আমিরাত চাদ প্রজাতন্ত্রে সুদানি শরণার্থীদের সহায়তায় নতুন একটি মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এই উদ্যোগের আওতায় দোগি, আলাশা এবং আবু কদাম শরণার্থী শিবিরে ৩ হাজার খাদ্য ঝুঁড়ি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে, আবু কদাম শিবিরে চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

এই প্রকল্পটি চাদ সরকারের সামাজিক কর্ম, সংহতি ও মানবিক বিষয়ক মন্ত্রণালয় এবং শরণার্থী ও প্রত্যাবর্তনকারীদের গ্রহণ ও পুনঃএকত্রীকরণের জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হয়েছে, যার লক্ষ্য শরণার্থীদের দুর্ভোগ লাঘব করা ও তাদের মৌলিক চাহিদা পূরণ করা।

এই ত্রাণ প্রকল্প থেকে মোট ১৫ হাজার সুদানি শরণার্থী উপকৃত হয়েছেন। দোগি শিবিরে ১৫০০ খাদ্য ঝুঁড়ি বিতরণ করে ৭৫০০ জনকে সহায়তা করা হয়েছে, আলাশা শিবিরে ১৩০০ ঝুঁড়ি বিতরণে ৬৫০০ জন এবং আবু কদামে ২০০ ঝুঁড়িতে ১০০০ জন উপকৃত হয়েছেন। এই খাদ্য সহায়তা এক মাসের জন্য তাদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, আবু কদাম শিবিরে পাঠানো মেডিকেল টিম শরণার্থীদের চিকিৎসা সেবা দিয়েছে, যা তাদের মানবিক প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই তথ্য সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ‘ওয়াম’ জানিয়েছে।

চাদে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত রাশেদ সাঈদ আল শামসি বলেন, “এই উদ্যোগটি আমিরাতের মানবিক ও উন্নয়নভিত্তিক নীতিরই ধারাবাহিকতা, যেখানে মানুষ সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এটি সংকট ও সংঘাতপ্রবণ এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।”

তিনি আরও বলেন, “এই প্রকল্প চাদের স্থানীয় জনগণের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাদ্যসহায়তার মতো পদক্ষেপসমূহ শরণার্থীদের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এবং মানবিক সহমর্মিতা বৃদ্ধি করতে সহায়ক।”

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত সুদানি শরণার্থীদের জন্য পার্শ্ববর্তী দেশগুলোতে তিনটি হাসপাতাল নির্মাণ করেছে—চাদের আমজারাস ও আবশে শহরে দুটি অস্থায়ী হাসপাতাল এবং দক্ষিণ সুদানের মাধৌলে একটি হাসপাতাল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ