রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

আসামে বাংলাদেশী সন্দেহে আটক অন্তত ৫০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশী সন্দেহে আসামের বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০ জনকে আটক করেছে আসাম রাজ্য সরকার। সোমবার (২৬ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গুয়াহাটি, গোলাঘাট, ধুবড়ি, বরপেটা এবং কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে ‘সন্দেহজনক নাগরিকদের’ আটক করা হয়েছে। আটকদের আপাতত রূপনগর পুলিশের রিজার্ভে রাখা হয়েছে এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অবশ্য আটকদের মধ্যে কয়েকজনের পরিবার দাবি করেছে যে তারা ভারতীয় নাগরিক। এসব দাবির সত্যতা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। এই ‘যাচাই অভিযান’ কেন্দ্রীয় সরকারের নির্দেশের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

মূলত ভারতে কথিত ‘বাংলাদেশী অভিবাসীদের’ শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে। পুরো কার্যক্রমটি আসাম পুলিশের সীমান্ত সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন একজন ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।

এখন পর্যন্ত আসাম পুলিশ এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করেনি, যা অভিযানের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে।

এছাড়া শনিবার আসামের মরিগাঁও জেলায় নয়জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ফরেনার্স ট্রাইব্যুনাল পূর্বে তাদের বিদেশী হিসেবে ঘোষণা করেছিল। তবে তারা দীর্ঘদিন ধরেই গ্রেফতার এড়িয়ে চলছিল।

সরকারি পর্যায়ে ‘যাচাই অভিযান’-এর ভবিষ্যৎ গতি ও প্রকৃতি নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না এলেও রাজ্যজুড়ে এর প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে।

সূত্র : এনডিটিভি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ